সরকারী চুকুরিজীবিদের বেতন শত ভাগ বৃদ্ধি এবং ক্ষমতার হায়াত।
লিখেছেন লিখেছেন Saidul Karim ১৯ ডিসেম্বর, ২০১৫, ১২:৩৪:১২ দুপুর
কে না চায় মালিক দু'টি পয়সা বাড়িয়ে দিক।হোক না প্রকল্পের লোকসান।মালিক পক্ষ দিতে পারলে আমাদের কি আসে যায়।আমরা দু'টি পয়সা বেশি পেলেই হল।তাতেই শান্তি,তাতেই স্বস্তি,তাতেই সুখ।
দেশ গোল্লাই যাক,সমাজ ধ্বংস হোক,জনগণ না খেয়ে মরুক।শিক্ষিত,এম.এ পাশ বেকার ছেলেটি ফার্স্ট ক্লাসের সার্টিফিকেট নিয়ে রাস্তা মাপুক।তাতে আমার কি! আমি যে ছোট,আমি যে রাজনীতিবিদ নই,আমার বাবা যে এসপি নয়,ইউনিয়ন পরিষদের মেম্বার নয়।আমি কেন এসব বলব।আমার কী যোগ্যতা আছে এসব বলার! আমি তো ছোট লোক,দরিদ্রের মাঝে নিতান্ত দরিদ্র।আমাকে এসব বলা কি মানায়!
পঁচিশ লক্ষ বেকারদের উপোস রেখে একুশ লক্ষ সরকারী চাকুরীজীবিদের বেতন শতভাগ বৃদ্ধি করে দ্বিগুণ করা হয়েছে।মাননীয় অর্থ মন্ত্রী একে যুগান্তকারী হিসেবে আখ্যায়িত করেছেলিন।আর দ্বিগুণ বেতন পাওয়ার সংবাদে চাকুরিজীবীরা খুশিতে আটখানা।কেউ কেউ অধিক সুখে পাথর হয়ে প্রতিবাদে নেমেছেন! জনগণের আমও গেছে চালাও গেছে আর চাকুরীজীবিরা?
বলা যায়,একুশ লক্ষ সরকারী চাকুরীজীবিদের বেতন দ্বিগুণ বৃদ্ধি করে মূলত ক্ষমতা কে পাকাপোক্ত করা হচ্ছে।কারণ,দেশ যারা চালায় তারা তো সরকারী চাকুরে।ক্ষমতা কুক্ষিগত করতে তাদের সম্মতি চাই।আর তাই দু'একজন কর্মকর্তা কে সরকার প্রমোশন দেওয়ার পরিবর্তে সকল কর্মচারিকে দ্বিতীয় খোদা 'টাকা' দিয়ে বদ করছে।তারা এখন আর মুখ খুলবেনা।তারা বলবে-হুকুমাত খুয়াশ! সরকারের জন্মকে বৈধ করতে এটির খুবই প্রয়োজন আছে।
বহুজাতিক কোম্পানীগুলো ঈদে-অনুষ্ঠানে ৪০%/৫০% ডিসকাউন্ট দেয়।তা দেখে পাবলিক তো মহা খুশি! কিন্তু ইতোমধ্যে পণ্যের মূল্য যে দ্বিগুণ বাড়িয়েছে তার খবর কে না জানে।তবু আমরা খুশি,৪০%/৫০% ডিসকাউন্ট বলে কথা!
আসছে জানুয়ারি অবৈধ সন্তানের বয়স দু'বছর হবে।কথায় আছে,"জারজ সন্তানের 'গা' শক্ত"।লাথি দিলেও কাঁদে না আচাঁড় দিলেও মরে না,নর্দমায় ফেলে দিলেও সাংবাদিকরা ছবি তুলে! তাই তার পিতৃ পরিচয় নিয়ে কেউ প্রশ্ন তুললেও গোস্বা হয় না।অবৈধ সন্তান বলে 'বার্ড ডে' হবে না সভ্য দেশে এমন কি আর হয়! তাই পিতৃ পরিচয় মুছতে সদকায়ে জারিয়া,সরকারি চাকুরীজীবিদের বেতন শতভাগ বৃদ্ধির অসময়ে মাইকিং।তাই বলে 'হারামজাদা' ওরফে জারজ অমর নয়! প্রতিদিন,ঈদুল আযহায় কত শত গুরু-ছাগল জবেহ হয় তবু পরের দিন কিংবা বছর গরুর অভাব হয় না।আবার পথে-ঘাটে প্রতিদিন কত কুকুরের জন্ম হয়,তাকে কেউ খায় না।তবু কুকুর কম!
জাতীয় দিবসের আগে সতীনের ছেলেদের রক্ত দিয়ে নাস্তা না করলে দিবসের তাৎপর্য অপূর্ণ থেকে যায়।তবু সতীনের ছেলেরা অভেদ্য।১৫ ডিসেম্বর সীতাকুণ্ডের শিবির কর্মীকে পুলিশী হত্যা কী বলে? সতীনের ছেলেরা যখন রক্তাক্ত চিত্তে হাসি মুখে সুসংগঠিতভাবে র্যালী করে তখন আমার ভায়েরা AK 47 প্রদর্শন করে।
সরকারী চাকুরেদের বেতন বৃদ্ধি পাবে দ্বিগুণ কিন্তু,আগামী এক বছরে কিংবা জুলাই-থেকে পৃথিবী বাসী যে দ্বিগুণ এগিয়ে যাবে,ডলারের দাম দ্বিগুণ হবে, কারখানা ও কৃষির উৎপাদন দ্বিগুণ হবে এর নিশ্চয়তা আছে? বন্ধ হবে রাস্তা থেকে খাবার কুড়িয়ে খাওয়া? তিন কোটি মানুষ,যারা ভাত পায়না তারা কি ভাত পাবে?
২৭ মে ২০১৫ প্রকাশিত জাতিসংঘের খাদ্য ও কৃষি সংস্থা FAO তাদের বার্ষিক প্রতিবেদন,The State of Food Insecurity in the World এর তথ্যমতে,বাংলাদেশ পৃথিবীর ৫৭ তম ক্ষুদাপীড়িত দেশ। বর্তমানে বাংলাদেশে ১৬ কোটি জনসংখ্যার যে ২ কোটি ৬৩ লাখ জনসংখ্যা ক্ষুদাপীড়িত। তারা কি আগামী এক বছরে খাদ্যে স্বয়ংসম্পূর্তা অর্জন করতে পারবে? ২৩ জুন ২০১৫ ব্রিটেনভিত্তিক গবেষণা প্রতিষ্ঠান (OPHI) তাদের বহুমাত্রিক দারিদ্র সূচকে বাংলাদেশের স্থান ৩২ তম।অর্থাৎ,বাংলাদেশ পৃথিবীর ৩২ নং দারিদ্র দেশ। আর রাষ্ট্রযন্ত্র এসব প্রতিবেদন আমলে না নিয়ে ১০০% বেতন বৃদ্ধি করে সরকারী চাকুরিজীবীদের আরো বেশি ভক্তি হাসিল করতে বাজেটের ৮০,৮৫৭/- কোটি টাকার ঘাটতি সহ ১৫০০০/- (পনের হাজার কোটি টাকা) অতিরিক্ত ব্যয় করতে যাচ্ছে! আমরা বিল বোর্ড ও বক্তব্যের উন্নতির জোয়ার চাই না!
স্বাধীনতার ৪৪ বছরে মাথাপিছু ৪০০ ডলার(৩২ হাজার টাকা) ঋণ নিয়ে যেখানে বাংলাদেশের জনশক্তির মাথাপিছু আয় ১৩১৪ ডলার সেখানে আগামী এক বছরে বর্তমানের মাথাপিছু আয় ১৩১৪ ডলার থেকে বৃদ্ধি পেয়ে কিভাবে ২৬২৮ডলার হবে? যদি না হয় তবে ১০০% বেতন বৃদ্ধি পাবে কি করে! কোন দেশের জনসংখ্যার মাথাপিছু আয় যদি জীবন যাত্রার মান নির্ণয় না করে তবে অর্থনীতি থেকে এ অধ্যায় বাদ দিলে ছাত্রদের অশেষ উপকার হবে!
শত শত বিএ পাশ,এমএ পাশ চাকুরি না পেয়ে রাস্তায় রাস্তায় ঘুরছে তাদের কোনো খবর নাই। প্রতি বছর পনের হাজার কোটি টাকা বেকারদের জন্য কর্মসংস্থান তৈরীতে ব্যয় হলে আগামী পাঁচ বছর পর কাজের জন্য বিদেশ থেকে শ্রমিক আনতে হবে। যারা বিএ পাশ,এমএ পাশ করে অপরাধ করছে তারা দেশের জন্য সোনা ফলাবে। শত শত শিক্ষিত জনশক্তি বেকার রেখে কতিপয় ব্যক্তিকে 'কাচ্চি-বিরানী'দেওয়া কোন সভ্যতার নিদর্শন?পারলে বেকারদের কাজ দিয়ে তাদেরকে মুক্তি দিন।
বিষয়: রাজনীতি
১৩২১ বার পঠিত, ১ টি মন্তব্য
পাঠকের মন্তব্য:
মন্তব্য করতে লগইন করুন